প্রয়াসের উদ্যোগে গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম বেলভিউ হসপিটাল প্রাঙ্গনে ডেঙ্গুর প্রতিরোধে ও সচেতনতায় সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারকে মশারি বিতরণ করা হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় এবং বর্তমান সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির সহ–সভাপতি প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী। মাসব্যাপী মশারী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন লায়ন জি কে লালা। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোমিনুল হক, লায়ন সন্তোষ কুমার নন্দী, রোটারিয়ান জাহেদা আকতার মিতা, প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, রোটারিয়ান তাসনুভা হায়দার নোভা, পরিচালক সারিস্ত্ বিন্তে নুর, মোছলেহ উদ্দিন খান, লায়ন ডা. মেজবা উদ্দিন তুহিন, রাফিউল কাদের। প্রেস বিজ্ঞপ্তি।