ডেঙ্গুতে শিশুর মৃত্যু

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৩

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৫:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নুসরাত নামে ওই শিশুকে গত ১৩ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন তার মৃত্যু হয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রামে এ নিয়ে এখন পর্যন্ত মোট ১২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মাঝে চমেক হাসপাতালেই মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়া বেসরকারি এভারকেয়ার, পার্কভিউ, মেডিকেল সেন্টার, আগ্রাবাদ মা ও শিশু এবং মেট্রোপলিটন হাসপাতালে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, আগের ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্তের তথ্য জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪৫ জনে। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল ডেঙ্গু আক্রান্ত ৭৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি। এর মাঝে চমেক হাসপাতালে ৬৮ জন রোগী ভর্তি রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজেলা পরিষদ নির্বাচন কাল
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই