ডেঙ্গুতে নগরে আরো একজনের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ জুলাই, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নগরে আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে শনাক্ত হয় আরো ৩৩ জন। চলতি বছর চট্টগ্রামে ১১ জন মারা যান এবং শনাক্ত হন ৬১৩ জন। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি হচ্ছেন মো. মাহিদুল (৩৫)। তিনি নগরের চান্দগাঁও এলাকার বাসিন্দা। গত ১ জুলাই পাঁচলাইশের একটি বেসরকারি হাসপাতালে তিনি ডেঙ্গুজ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন। সোমবার তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, আগের দিন সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত হাসপাতাল থেকে পাঠানো তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টার প্রতিবেদন তৈরি করা হয়। ওই হিসেবে সোমবার মারা গেলেও এ তথ্য গতকাল জানানো হয়।

সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, চলতি বছর শনাক্ত হওয়াদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৫ জন। এছাড়া চলতি মাসে তিন দিনে ১১২ জন এবং গত জুন মাসে মোট আক্রান্ত হন ৩১৮ জন।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার নারী তিন দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো ভোট দেবেন ২৩ হিজড়া