চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী, অপরজন পুরুষ। গত রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সকালে ভর্তি হয়ে রাতে মারা যান মনির হোসেন (৫০)। তিনি ডেঙ্গু জটিলতায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থান মারা যান।
এছাড়া একই দিন নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে রেহেনা আক্তার নামে ৪৪ বছর বয়সী এক নারী মারা যান। নগরীর শুলকবহরের বাসিন্দা রেহেনা ডেঙ্গু পরবর্তী বিভিন্ন শারীরিক জটিলতায় মারা যান বলে চিকিৎসকরা মৃত্যুসনদে উল্লেখ করেন।
ডেঙ্গুতে চট্টগ্রামে এ নিয়ে গতকাল পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৩ জনের। এছাড়া চলতি বছর মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৪৮ জন। এর মধ্যে নগরীতে ১ হাজার ৮২১ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭ জন। অপরদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১ হাজার ৩১২ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৮৬ জন। এছাড়া মোট আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৪২০ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৬ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন।
চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৫৫৭ জন পুরুষ, ৭৮৫ জন নারী এবং ৫০৬ জন শিশু রয়েছে। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ১৩ জন, পুরুষ ৭ জন এবং ৩ জন শিশু রয়েছে।