গতকাল শনিবার আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এক বছরে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ। এ নিয়ে এডিস মশাবাহিত এ রোগে এ বছর ১৮২ জনের মৃত্যু হল। এর আগে ২০২৩ সালে ১৭০৫ জন মারা গিয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে, যা এক বছরে সর্বোচ্চ মৃত্যু। তার আগে ২০২২ সালে ২৮১ জন এবং ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল এই রোগে।
দেশে গত ২৪ ঘণ্টায় যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের দুজন বরিশাল বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে মারা গেছেন। খবর বিডিনিউজের।
এ বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৯৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে ২০ জন, চট্টগ্রামে ২২ জন, ঢাকা বিভাগে ৬ জন, খুলনায় ১০ এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তবে এ বছরে এখনও রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সারাদেশের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৯২৭ জন রোগী। নতুন ভর্তি রোগীদের নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৬৫ জনে।
গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪১ জন, ঢাকা বিভাগে ১৬৪ জন, চট্টগ্রামে ৪৯ জন, বরিশালে ৫৫ জন, খুলনায় ৭৬ জন, ময়মনসিংহে ৩৮ জন রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ১০২ জন এবং সিলেট বিভাগে ৯ রোগী ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩৬৭৯ জন রোগী।