ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৫৬ চট্টগ্রামে আক্রান্ত ৭ হাজার ছুঁইছুঁই

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। গতকাল রোববার আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে রাবেয়া সুলতানা মুক্তা নামে ৩৫ বছর বয়সী ওই রোগীর মৃত্যু হয়।

এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে ২৮ জনেরই মৃত্যু হয়েছে গত আগস্ট মাসে। জুলাই মাসে মৃত্যু হয় ১৬ জনের। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নারী ও শিশুদের। মোট মৃত্যুর ২২ জন করে শিশু ও নারী এ রোগে প্রাণ হারিয়েছেন। এছাড়া ১৬ জন পুরুষের মৃত্যু হয়েছে এ পর্যন্ত।

এসব তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া আজাদীকে জানান, সীতাকুণ্ডের বাসিন্দা রাবেয়া সুলতানাকে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সেখানে তার মৃত্যু হয়। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা বর্তমানে ৭ হাজার ছুঁইছুঁই। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯২৬ জনে। গতকাল বিভিন্ন হাসপাতালে ৩২২ জন রোগী চিকিৎসাধীন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ১২০ জন।

সীতাকুণ্ড প্রতিনিধি : গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া মুক্তা সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকার যুবলীগ নেতা দিদারুল আলমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী জানান, গত ৩০ আগস্ট সকাল থেকে গৃহবধু মুক্তা জ্বরে আক্রান্ত হয়। রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্তের পর বাড়িতে তার চিকিৎসা চালানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারিরিক অবস্থার আরো অবনতি হলে ২ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেও অবস্থার আরো অবনতি হয়। পরে তাকে গত শুক্রবার বিকেলে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রাফিক্যাল অ্যান্ড ইনফেকশার্স ডিজিজেস (বিআইটিআইডি) সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন রোগী ভর্তি রয়েছে। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে অর্ধেক রোগীই সীতাকুণ্ডের বাসিন্দা।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া রোববার হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা জ্বরে আক্রান্ত ১২ জন রোগীর রক্তের নমুনা পরীক্ষায় ৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপঁচিশ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফ
পরবর্তী নিবন্ধএক ওড়নায় গলায় ফাঁস, প্রেমিকের মৃত্যু, তরুণী হাসপাতালে