ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

একই হাসপাতালে স্বামীর সাথে চিকিৎসাধীন ছিলেন চট্টগ্রামে আরো ৪৪ জন আক্রান্ত

আজাদী প্রতিবেদন  | বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় গতকাল নতুন করে ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩১১ জন। এছাড়া মারা গেছেন ৭ জন। সব মিলিয়ে গতকাল পর্যন্ত চলতি বছর চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯০৯ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। তবে গতকাল ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও আগের দিন সোমবার উম্মে হানি আকতার (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন। খাগড়াছড়ির গুইমারার বাসিন্দা উম্মে হানি স্বামীসহ ডেঙ্গু আক্রান্ত হন। নগরীর একটি বেসররকারি হাসপাতালে তারা পাশাপাশি চিকিৎসাধীন থাকলেও এঙপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমে তিনি মারা যান। ওইদিন চট্টগ্রাম নগরী ও উপজেলায় ৩৭ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে গতকাল আক্রান্ত ৪৪ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৯ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১২ জন, চট্টগ্রাম সিএমইচে ৩ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ২৭ জন পুরুষ, ১১ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। গতকাল পর্যন্ত নগরীতে আক্রান্ত হয়েছেন ৫২৩ জন এবং উপজেলায় ৩৮৬ জন।

উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারিবেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যান ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন। ২০২১ সালে আক্রান্ত হয় ২২১ জন এবং মারা যান ৫ রোগী।

পূর্ববর্তী নিবন্ধদ্রুত নির্বাচনমুখী সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দিন
পরবর্তী নিবন্ধনতুন উপাচার্য হলেন অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ