ডেঙ্গু সচেতনতায় সবাইকে সচেতন হতে হবে

মশা মারার মেশিন উদ্বোধন অনুষ্ঠানে নাজিমুর রহমান

| শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, ডেঙ্গু সচেতনতায় সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশা মারার মেশিন উদ্বোধন নিয়াজ মোহাম্মদ খানের ব্যতিক্রমী উদ্যোগ অনুকরণীয়। অভিজ্ঞ এই রাজনীতিবিদ বিএনপির দুঃসময়েও জনগণের পাশে ছিলেন। বিগত মাসব্যাপী প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সচেতন করতে লিফলেট বিতরণ করছেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার জনগণের দুয়ারে পৌঁছে দিচ্ছেন। এমন উদ্যোগ দলের ভাবমূর্তি উজ্জ্বল করছে। মহানগর বিএনপির পক্ষ থেকে তার এই উদ্যোগে স্বাগত জানাই।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপরে ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও ২৩নং পাঠানটুলীর সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের ব্যক্তিগত উদ্যোগে ওষুধসহ মশা মারার মেশিনের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন নাজিমুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম। বিএনপি নেতা রফিকুল আলমের সভাপতিত্বে ও মনির উদ্দিন বাবলুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা মোঃ ইলিয়াস, বিএনপি নেতা আব্দুল হালিম, যুবদল নেতা মোঃ জনি, রফিক মেম্বার, আব্দুল মান্নান আনু মিয়া বাবু, আমির উদ্দিন বাবু, আব্দুল আজিম, এস এম নাসির, মোহাম্মদ ইসমাইল, আব্দুর নূর আনো মিয়া, বাবু আমির উদ্দিন, সেলিম পারভেজ, রিয়াদ আব্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে শীতার্তদের কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধবাজালিয়া সমিতি চট্টগ্রাম মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠান