দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬৬০ জন; এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৭০ জনে। এডিস মশাবাহিত এ রোগ গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এ বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে। এক বছরে মৃত্যুর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে ১৭০৫ জন এবং ২০২২ সালে ২৮১ জনের প্রাণ নিয়েছিল ডেঙ্গু। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৪২ জন, ঢাকা বিভাগে ৯৭ জন, ময়মনসিংহে ২০ জন, চট্টগ্রামে ৫৭ জন, খুলনায় ৭১ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন। গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন এবং ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। রোববার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৮ হাজার ৬৪৬ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৬১০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮৫৩ জন; আর ১৭৫৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।