ডেঙ্গু প্রতিরোধে সিটি কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্ন অভিযান

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। দুর্গা পূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে লম্বা ছুটি শেষে আজ রোববার কলেজ খুলছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাসে কেউ যাতে মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত না হয় সেজন্য গতকাল পরিষ্কারপরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দীন আহমেদ। সরকারি সিটি কলেজ এর বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট ও রেঞ্জার গাইডের শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নেন।

এসময় অন্যান্যের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ আলমগীর, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক কাজী মাহতাব উদ্দীন, শিক্ষক ক্লাবের সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন, অধ্যাপক মোহাম্মদ হোছাইনুল আবেদীন, অধ্যাপক সৈয়দা সেলিনা আক্তার চৌধুরী, গ্রুপ সম্পাদক রোভার স্কাউট মোহাম্মদ ওমর ফারুক ও পি ইউ ও বিএনসিসি আবু নাছির উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ‘আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ পরিবর্তন করতে হবে ’
পরবর্তী নিবন্ধএফপিএবি চট্টগ্রাম শাখার ত্রি-বার্ষিক নির্বাচন