ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের যুব রেড ক্রিসেন্ট বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসাবে কলেজের আঙিনা, বাগান, ফুলের টব পরিষ্কার করা, কলেজ ক্যাম্পাসে সচেতনতামূলক ব্যানার ও পোস্টার লাগানো এবং পার্শ্ববর্তী দোকান, মার্কেট ও যানবাহনের যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ কলেজের শিক্ষকবৃন্দ এবং যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।