চকরিয়ায় ডিজিটাল পরিষেবায় অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা

‘স্মার্ট নাগরিক হলেই প্রতিবন্ধীরাও দেশকে অনেক কিছুই দেবে’

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বর্তমানে শতভাগ ডিজিটালে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ। সরকারি-বেসরকারি সকল ধরণের সেবাই এখন ঘরে বসে পাওয়া যাচ্ছে। সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সেই কাতারে অর্থাৎ স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে হলে প্রতিবন্ধীদেরও স্মার্ট করে গড়ে তুলতে হবে। তাদেরকে বাদ দিয়ে কোনভাবেই উন্নত সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয়। তাই প্রতিবন্ধীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলেই তারাও আগামীতে অনেক কিছুই বাংলাদেশকে উপহার দিতে পারবে। সেজন্য প্রতিবন্ধীরা স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে হবে।

ডিজিটাল পরিষেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালায় উপরোক্ত কথাগুলো উঠে আসে বক্তাদের বক্তব্যে।
চকরিয়া পৌরসভার ভরামুহুরীস্থ এসএআরপিভির (সোশ্যাল অ্যাসিন্টেট এন্ড রিহেবিলিটেশন ফর দি ফিজিক্যালী ভালনারেবল) আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে ও সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি) এর বাস্তবায়নে গতকাল বুধবার অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ইউএনও জেপি দেওয়ান।

সংস্থার আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিতের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা ইয়াছমিন সুলতানার স্বাগত বক্তব্যে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যথাক্রমে দিদারুল হক সিকদার, হেলাল উদ্দিন হেলালী, মো. ছালেকুজ্জামান, জ্যেষ্ঠ সাংবাদিক জহিরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, সাংবাদিক মনজুর আলম, পৌর কাউন্সিলর ফারহানা ইয়াছমিন, বেলাল উদ্দিন, জাফর আলম কালু প্রমুখ।

এতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সিডিডি প্রজেক্ট ম্যানেজার দৃষ্টি প্রতিবন্ধী মোশাররফ হোসেন ভূঁইয়া ও সিবিএম প্রোগ্রাম অফিসার ফাহমিদা আফরোজ। কর্মশালায় আরো বক্তব্য দেন সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, তথ্য আপা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সংস্থার অ্যাপেক্স বডির সদস্য প্রতিবন্ধী নারী-পুরুষ।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধপ্রত্যয়