ডেঙ্গু চিকিৎসায় ৫০ শয্যার অস্থায়ী হাসপাতাল উদ্বোধন

সাবেক মেয়র মনজুর আলমের উদ্যোগ

| মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৪:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম আলহাজ্ব মোস্তফাহাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠান হিসাবে ডেঙ্গু রোগের বিনামূল্যে চিকিৎসায় প্রতিষ্ঠিত ৫০ শয্যার অস্থায়ী হাসপাতালের উদ্বোধন করলেন। উত্তর কাট্টলী (সিটি গেট) মোস্তফা হাকিম কলেজ রোড, কলেজ ক্যাম্পাসের দ্বিতীয় তলায় ডেঙ্গু রোগের অস্থায়ী হাসপাতালটির কার্যক্রম চলবে। এ হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার, বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষানিরীক্ষা, ওষুধপত্র, রোগীর খাবারসহ যাবতীয় সুযোগ সুবিধা দেয়া হবে।

গতকাল ২ অক্টোবর সকালে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে এক সুধী সমাবেশের পর ফিতা কেটে ও মোনাজাতের মধ্য দিয়ে ডেঙ্গু রোগের অস্থায়ী হাসপাতালটির উদ্বোধন হয়েছে।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম৪ আসনের সংসদ সদস্য মো. দিদারুল আলম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক সমাজসেবক মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ সাইফুল আলম। ডেঙ্গু রোগীর হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ নাসিম ভূঁইয়া, সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন, চেয়ারম্যান রেহান উদ্দিন, কাউন্সিলর জহুরুল আলম জসিম, লায়ন নাজমুল হক চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম সহ নানা শ্রেণি ও পেশার বিশিষ্টজন বক্তব্য রাখেন। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নাসিম ভূঁইয়া এবং পালাক্রমে ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়, আয়া দ্বারা এই হাসপাতালটি পরিচালিত হবে। ডেঙ্গুরোগীর অস্থায়ী হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, মানবিক কাজে আমরা উৎসাহিত হই। মানুষের রোগবালাই, দুঃখ দুর্দশা, দুর্যোগদুর্বিপাকে পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের ব্রত। তিনি বিনামূল্যে ডেঙ্গু রোগের চিকিৎসা গ্রহণে আগ্রহীদের স্বাগত জানান। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দিদারুল আলম বলেন, আমাদের পরিবারের সবাই মানবিক কাজে আগ্রহী। মানবতার সেবাই আমাদের ব্রত। ডেঙ্গু রোগী চিকিৎসা হাসপাতালের উদ্বোধক চসিকের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম আকতার চৌধুরী বলেন, ডাক্তার হিসাবে সকলকে মানবিক আচরণ করতে হবে। সাবেক মেয়র এম. মনজুর আলম একজন মানবিক সমাজসেবক তাঁর সকল ধরনের সেবা প্রশংসিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোডমার্চে গণতন্ত্রকামী জনতার বিজয় হবে
পরবর্তী নিবন্ধযেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী