ডেইল পাড়া ঈদগাহ ময়দান-খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভা

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

কক্সবাজার সদরস্থ খুরুশকুল ইউনিয়নের বৃহত্তর ডেইল পাড়ার ঐতিহ্যবাহী ঈদগাহ-জানাযার নামাজের ময়দান ও খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন কমিটির মতবিনিময় সভা সমপ্রতি মধ্যম ডেইল পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় এই ঈদগাহ ময়দান ও খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানের জায়গায় হচ্ছে ভূমি অফিস। যা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। এই ঈদগাহ ময়দান রক্ষায় ফান্ড গঠন ও আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেন বক্তারা।
সভায় সবার সম্মতিক্রমে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আতা উল্লাহকে সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হক জিকুকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এসময় নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করা হয়। সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা কক্সবাজার আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ, সভাপতি আতা উল্লাহ মেম্বার, সাধারণ সম্পাদক আবদুল হক জিকু, উপদেষ্টা নবী উল হক সওদাগর, মাওলানা মোজাহের, মোহাম্মদ হাফেজুর রহমান, সহ-সভাপতি ফরিদ সিকদার, অর্থ সম্পাদক আজিজুর রহমান, সহ-সভাপতি জহির সিকদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম জুবাইর, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিয়াদ মো. ফরিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক জাকের আহমেদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল হাসান রুবেল, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, আমানুল হক, খোরশেদ আলম, মুবিনুল হক সওদাগর, আহমেদ উল্লাহ, নুরুল আবছার, মনছুর আলম, দেলোয়ার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতালে প্রথম এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার অপারেশন
পরবর্তী নিবন্ধথিয়েটারে হাওয়াইয়ান গীটার বাদন সন্ধ্যা ‘সুরাঞ্জলি’ আজ