ডিসেম্বরের সেরার দৌড়ে স্টার্ক-গ্রেভস ও ডাফি

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে ডিসেম্বরের সেরার দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস ও নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। আইসিসি গতকাল ডিসেম্বর মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। ডিসেম্বরে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট খেলেছেন স্টার্ক। ৩ টেস্টে ১৬ উইকেট শিকার করেন তিনি। এরমধ্যে ব্রিজবেনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট নেন স্টার্ক। ঐ টেস্টে ৮ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এছাড়া ব্যাট হাতেও দলের জন্য ২টি হাফসেঞ্চুরিতে ১৩৯ রান উপহার দিয়েছেন স্টার্ক। গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ও সুনে লুস এবং ভারতের শেফালি ভার্মা।

পূর্ববর্তী নিবন্ধরেজা ভেটার্ন এফসি’র সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধঅ্যাশেজে মধুর সমাপ্তি অস্ট্রেলিয়ার