ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য কাজ করছে সরকার

আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা, বললেন ফখরুল । বিএনপির সঙ্গে বৈঠক, কথা হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য ও ডেভিল হান্ট নিয়ে

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে বলে তাদের ‘আশ্বস্ত’ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আমরা আশা করছি এবং জনগণের যেটা প্রত্যাশা আছে যে, অতি দ্রুত নির্বাচন এবং একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি (প্রধান উপদেষ্টা), যার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে।

মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল গতকাল সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে বৈঠক করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদও ছিলেন এই প্রতিনিধিদলে। খবর বিডিনিউজের। প্রায় দেড় ঘণ্টার এই বৈঠক শেষে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমরা এই সরকারকে বারবার বলে আসছি যে, তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে তাগাদা দিয়েছি। ন্যূনতম যে সংস্কারগুলো সম্পন্ন করে, রিফর্ম কমিশন করেছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে কনসেনসাস হওয়ার প্রেক্ষিতে দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে বৈঠকে যারা ছিলেন, তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করছেন। এবং তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেনও যে, তারা নির্বাচনের ব্যবস্থা করছেন, ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনের ব্যবস্থা করার জন্য কাজ করছেন।

ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। ইতোমধ্যে এ সরকার ছয় মাস পূর্ণ করলেও নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি, যা নিয়ে রাজনৈতিক দলগুলোর চাপ রয়েছে।

ফখরুল সাংবাদিকদের বলেন, আমরা যেটা বিশ্বাস করি, গণতান্ত্রিক সরকারের যে ট্রান্সজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা অনেক সহজ হয়ে যাবে যদি একটা নির্বাচন হয়। সেই রোডম্যাপ করে নাগাদ ঘোষণা হতে পারে প্রশ্ন করলে বিএনপি মহাসচিব বলেন, এটা উনারা ঠিক করবেন। তবে সম্ভবত ১৫ তারিখের মধ্যে উনারা কিছু একটা বলতে যাবেন।

অন্তর্বর্তী সরকারের ছয় মাসের বিরাজমান পরিস্থিতি, এ অবস্থায় করণীয় ও সুপারিশ সম্বলিত একটি চিঠি বৈঠকে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন।

প্রশ্নই ওঠে না : নির্বাচন কবে হবে সেই প্রশ্নের পাশাপাশি আগে জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন, নাকি দুটো একসঙ্গে, সেই প্রশ্নেও নানামুখী আলোচনা আছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে করার ব্যাপারে আমরা কোনোমতেই একমত নই। আামরা আগেও বলেছি, এখনো বলছি যে, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না।

দায় সরকার এড়াতে পারে না : আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে, তার দায় সরকার এড়াতে পারে না। দায় এড়াতে পারে না এজন্য যে, সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন বাহিনী আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো ঘটেছে, যেটা আমরা মনে করি, সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা, তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে। এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এসব বিষয়ে কথা বলার।

ফখরুল বলেন, প্রশাসনের যে সমস্ত দোসর ছিলেন ফ্যাসিবাদের, তাদের আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা (বৈঠকে) বলেছি। যারা অর্থনীতির ক্ষতি করেছে, লুট করেছে, তাদের পাচার করা অর্থ ফিরিয়ে আনার জন্য এবং অর্থ লুণ্ঠনকারীদের আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানিয়েছি। একই সঙ্গে বিগত ১৫ বছরে রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের কথাও আমরা বলেছি।

বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্যের ব্যাপারে আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি এবং বলেছি যে, এই সরকারের অন্যতম ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা। আমাদেরকে তারা বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে তারা কাজ করেছেন।

প্রসঙ্গ ডেভিল হান্ট : অপারেশন ডেভিল হান্ট নামে যে নতুন অভিযান সারা দেশে শুরু হয়েছে, সে বিষয়েও বৈঠকে কথা হয়েছে বলে জানান ফখরুল। তিনি বলেন, আমরা বলেছি, অতীতেও আমরা অনেক অভিযান দেখিছি, সেই ধরনের পুনরাবৃত্তি যেন না হয়। অর্থাৎ নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। এটা নিয়ে যেন কোনো সমস্যা তৈরি করা না হয়।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন কবে, নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর : প্রেস সচিব
পরবর্তী নিবন্ধগণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা দরকার