সকল প্রতিষ্ঠানের নামফলক বাংলা করার দাবিতে পথ সভা ও পদযাত্রা নগরীর এম এ আজিজ স্টেডিয়াম গেইটে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা, গবেষক, লেখক ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গণমুক্তি ইউনিয়নে নেতা বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, প্রাক্তন জাসদ ফোরামের সোলায়মান খান, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল করিম, বীর মুক্তিযোদ্ধা মুন্সী মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুজাউদ্দোলা বাবুল, জাসদ নেতা সুযশময় চৌধুরী, গণ অধিকার চর্চা কেন্দ্রের মশিউর রহমান, বিপ্লবি তারেকস্বর পরিষদের সিন্সন ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটি নেতা ভাস্কর চৌধুরী, সংগীত শিল্পী নারায়ন দাশ, আওয়ামী লীগ নেত্রী হাছিনা আক্তার টুনু, প্রনব রজ্জন চক্রবর্তী, রোকন উদ্দিন, ডা. আর কে রুবেল, খেলাঘরের মোরশেদুল আলম, চেতনা বাস্তবায়ন কমিটির এম এ সালাম, জানে আলম, ছাত্রনেতা মো. কাইছার উদ্দিন প্রমুখ।
সভা বক্তারা বলেন আগামী ডিসেম্বরের মধ্যে সকল প্রতিষ্ঠানে নামফলক (সাইন বোর্ড) বাংলায় করা এবং ভাষা ও মুক্তিযুদ্ধের শহীদের প্রতি সন্মান জানানোর দাবি জানানো হয়। পথসভাটি কাজির দেউড়ী, লাভ লেইন প্রদক্ষিণ করে সিআরবিতে গিয়ে শেষ হয়। সিআরবিতে বক্তব্য দেন এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল। সভার সঞ্চালনায় ছিলেন আবৃতি শিল্পী দিলরুবা খানম ছুটি। প্রেস বিজ্ঞপ্তি।












