ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে শৈত্যপ্রবাহের আভাস

| সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্ণ

ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে দেশে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার আবহাওয়ার মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। খবর বিডিনিউজের।

আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হয়েছিল। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম দেওয়া হয় ‘ফেইনজাল’। সেটি ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানে, ফলে বাংলাদেশে এর তেমন কোনো প্রভাব পড়েনি।

ডিসেম্বর মাসের পূর্বাভাস বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এ মাসে দেশে ‘স্বাভাবিক’ বৃষ্টিপাতের পাশাপাশি দেশের প্রধান নদনদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদ তৈয়্যবিয়া হাউজিং সোসাইটিতে ১০টি দোকান উচ্ছেদ
পরবর্তী নিবন্ধঅভিযানেও থামছে না শঙ্খ নদী থেকে বালু উত্তোলন