ডিসেম্বরে পুলিশের ‘বিশেষ অভিযান’

| শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ৯:৪৫ পূর্বাহ্ণ

 

চলতি ডিসেম্বর মাসের প্রথম ভাগে সারাদেশে ‘বিশেষ অভিযান’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ডিসেম্বরে রাজনীতির মাঠ গরম হওয়ার মধ্যে সভাসমাবেশবিক্ষোভে বাধাসহ নানা অভিযোগ করছে বিএনপি। তার মধ্যে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালানোসহ ডিসেম্বর মাসে বিভিন্ন দিবস ঘিরে এই পদক্ষেপ।

গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশের পুলিশ ইউনিটগুলোকে বিশেষ অভিযানের নির্দেশনাসেহ চিঠি দেওয়া হয়েছে। খবর

বিডিনিউজের। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক হাসানুজ্জামানের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, পুরান ঢাকার সিএমএম আদালত এলাকায় পুলিশের হেফাজত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা, মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে চলমান অভিযানের পাশাপাশি ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান চালাতে বলা হয়েছে ইউনিটগুলোকে। অভিযানের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজিমিডিয়া) মনজুর রহমান বলেন, বিশেষ অভিযান চালানো পুলিশের নিয়মিত কাজেরই অংশ। এছাড়া ডিসেম্বর মাসে অনেকগুলো দিবস উদযাপনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কের পাশে নবজাতকের পেপার মোড়ানো লাশ
পরবর্তী নিবন্ধআলাদা হবে নুহা ও নুবা