চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেনের সম্মানে সিজেকেএস গত বুধবার সন্ধ্যা ৭টায় এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চট্টগ্রাম ও সিজেকেএস সহ-সভাপতি মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক চসিক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম-সম্পাদক মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য জহির আহমেদ চৌধুরী, আ ন ম ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মো. শাহজাহান প্রমুখ। বিদায়ী সংবর্ধনার শেষে জেলা প্রশাসককে সিজেকেএস এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।