সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে সংঘর্ষের ঘটনার একদিন পর গতকাল বৃহস্পতিবার বিকেলে ৩টার সময় ৩দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ও ট্রেইলার ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত সহ ৩৪ জনের নামে গতকাল রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
মাসব্যাপী ফুল উৎসবে স্থায়ী ৬টি ও অস্থায়ী ৪৭ দোকান সরিয়ে নিতে বলা হয়েছে। পার্ক বন্ধ ঘোষণার পর থেকে গেটে টিকেট বন্ধ রাখা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে পার্কের গেটের সামনে থাকা প্রাইভেটকার পাকিং–এ দায়িত্বে থাকা লোক ও সিকিউরিটি গার্ডদের সঙ্গে লরি চালক ও সহকারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মজিবুর রহমান বলেন, চট্টগ্রাম জেলা প্রাইম মোবার লরি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ৩০ থেকে ৩৫ জনের নামে মামলা করা হয়েছে। অভিযুক্তদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), সিনিয়র সহকারী কমিশনার (অবমূল্যায়ন শাখা, রিট সেল) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, প্রাইম মুভার সংশ্লিষ্ট সংগঠন সাথে আলোচনার বিষয়ে কিছু জানিনা । কিন্তু ডিসি পার্ক তিন দিনের জন্য বন্ধ থাকবে।