ডিসি পার্কে প্রতি বছর ফুল উৎসব হয়ে থাকে। অন্য কোনো সময় ইভেন্ট থাকে না। তাই আমরা চিন্তা করছি পার্কটি সারাবছর উৎসবমুখর করে রাখতে। তার অংশ হিসেবে ১২ জুলাই মাছধরা উৎসব অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কের দীঘিতে মৎস্য অবমুক্ত, ফ্লাওয়ার জোন উদ্বোধন ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা চাই ডিসি পার্ক চট্টগ্রামের একটি সম্পদের পরিণত হোক। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) এ কে এম গোলাম মোরশেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরিফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল–আমিন হোসেন, সাংবাদিক কাইয়ুম চৌধুরী প্রমুখ।
জেলা প্রশাসক ফরিদা খানম জানান, বৃক্ষরোপণের মাধ্যমে ডিসি পার্কে মাসব্যাপী সহস্রাধিক বৃক্ষরোপণের কর্মসূচি ও নতুন একটি ফ্লাওয়ার জোন উদ্বোধন করা হয়েছে। এই ফ্লাওয়ার জোনে প্রায় ৪০ প্রজাতির ফুল রয়েছে। এছাড়া পার্কের দীঘিতে মৎস্য অবমুক্ত করা হয়েছে। ডিসি পার্ক আরো সুসজ্জিত ও বিনোদনমুখর করতে কাজ চলমান রয়েছে। সারা বছর যেন দর্শনার্থীরা এখানে টিকিট কেটে বিনোদন পান এবং জনসমাগম থাকে এই পার্কে।