ডিস লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পটিয়ায় প্রাণ গেল এক শ্রমিকের। তার মো. সেলিম (৩০)। সে উপজেলা হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন গ্রামের এখলাছ মিয়ার পুত্র। গতকাল সোমবার বেলা ১টায় লড়িহরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সেলিম ডিস লাইনের একজন শ্রমিক ছিলেন বলে জানা যায়। স্থানীয় ব্যবসায়ী নুরুল আবছার জানান, নিহত সেলিম লড়িহরা গ্রামে একটি বৈদ্যুতিক খুঁটিতে ডিস লাইনের কাজ করতে গিয়ে অসাবধানতবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।