ডিভাইসকে ইতিবাচক হিসেবে ব্যবহার করতে হবে

হামিমা জামিল রুমা | বুধবার , ২০ নভেম্বর, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

আগে দশজন পাশাপাশি বসলে আড্ডা শুরু হয়ে যেতো, কখন ঘণ্টা কেটে যাচ্ছে বোঝা যেতো না, আর এখন একশো জন পাশাপাশি বসলেও মনে হয় না পাশে কোনো মানুষ আছে, সবাই যার যার ডিভাইস নিয়ে ব্যস্ত!

এই ডিভাইসকে সঠিকভাবে ব্যবহার করলে নিজেকে অনেক বিষয়ে দক্ষ করে গড়ে নিয়ে জীবনকে সমৃদ্ধ করা যায়। অনেক রকম কোর্স এখন অনলাইনে করা যায় এবং নিজেকে আস্তে আস্তে তৈরি করা যায়, একটু একটু শিখে শিখে, এই সময়গুলো কাজে লাগানো বুদ্ধিমানের কাজ। ম্যসেঞ্জার এ চ্যাটিং করে সময় নষ্ট না করে, যেকোনো একটা পছন্দের বিষয়কে সিলেক্ট করে মনে আনন্দ নিয়ে পড়ালেখা করুন, সেখান থেকে যে জ্ঞানটা অর্জন হবে ওটাকে পুঁজি করে আপনি একটা ভালো জব অথবা ব্যবসা শুরু করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

আপনি শিখতে চাইলে অনেকগুলো শেখার রাস্তা বের হয়ে যাবে, আর সব জায়গা থেকে শেখা যায়, শুধু নিজের আগ্রহ আর ইচ্ছেশক্তি প্রয়োজন। এই ডিভাইস দিয়েই আমরা নিজেকে আইটিতে দক্ষ করে গড়ে তুলতে পারি খুব সহজেই।

আজকে একটা বিষয় নিয়ে একটু শিখলেন কাল আরেকটু পরশু আরেকটু, এভাবে যত দিন গড়াবে আপনার অনেকগুলো বিষয় নিয়ে জানা হয়ে যাবে এবং কয়দিন পর আপনি ওগুলো প্র্যাকটিক্যালভাবে শুরু করার জন্য নিজের কাছেই নিজে অনুপ্রেরণা পাবেন, একদিন হুট করে শুরু করে দিবেন প্রথম প্রথম কিচ্ছু ঠিক হবে না বারবার ভুল হবে, একশবার ভুল হবার পর নিজেকে বলবেন, কোন কোন ভুলের জন্য কাজ নিখুঁত হচ্ছে না চলো মার্ক করি! এবার সবগুলো ভুল একটা একটা করে মার্ক করার পর আবার নতুন জার্নি শুরু, এবার ভুলের সংখ্যা কমে যাবে, আস্তে আস্তে পরিচিতি বাড়বে, কাজে আগ্রহ বাড়বে, অর্থনৈতিক সাপোর্ট আসা শুরু হয়ে যাবে, সব ঠিকঠাক হবে যেমনটা আপনি চেয়েছিলেন তার থেকেও উত্তমভাবে। আর এই মুহূর্তটা দেখার জন্য ওই বিষয়ের উপর প্রচুর পড়ালেখা করতে হবে, এখানে নির্দিষ্ট একটা সময় দিতে হবে, আন্তরিকতা দিয়ে সমস্ত না পারাকে একসেপ্ট করতে হবে আর আবার নতুন করে শুরু করার জন্য নিজেকে বুঝানোর মতো মনমানসিকতা তৈরি করতে হবে, হতাশ হওয়া যাবে না, অপেক্ষা করতে হবে, প্রাপ্তি একদিনে চলে আসে না যুগের পর যুগ সাধনা করার পর একটা প্রাপ্তি অর্জন করা সম্ভব! তাই সময়কেও সময় দিতে হয় আন্তরিকতা দিয়ে। তাই আজ যখন সুযোগ আছে এই ডিভাইসকে ব্যবহার করে নিজের জীবনকে সমৃদ্ধ করার কাজ করুন পড়ালেখা করুন, নিজেকে সমৃদ্ধ করুন! ম্যসেঞ্জার চ্যাটিং দিনশেষে আপনাকে হতাশা দিবে, আর পড়ালেখা দিনশেষে সুন্দর জীবন গঠন এর পুঁজি হবে।

এবার না হয় একটু নিজের ভালোটা বুঝার চেষ্টা করুন! নিজের টাকায় যেদিন চালডাল কিনা লাগবে সেদিন বুঝবেন আপনি পড়াশোনা করে যে সময়টা দিয়েছেন ওটা আপনার কতোবড় উপকার করলো।

পূর্ববর্তী নিবন্ধসুন্দর আচরণ করি সকলের সাথে
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে