ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস খাবার খেলেন, অভিযোগও দিলেন

| সোমবার , ৭ আগস্ট, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

সাইবার বুলিং থেকে প্রতিকার পেতে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার দুপুরে ঢাকা মিন্টো রোডে ডিবির কার্যালয়ে অভিযোগ জানানোর পাশাপাশি দুপুরের খাবারও খেয়েছেন বলে জানালেন তিনি। ডিবি কার্যালয় থেকে বেরিয়ে আসার পর অপু বলেন, বেশ কয়েক মাস ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। এটা সর্বোচ্চ মাত্রায় গিয়ে পৌঁছেছে। তাই গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যেতে হল। কোন পেইজে বা মেসেঞ্জারে থেকে কী ধরনের বুলিং করা হচ্ছেজানতে চাইলে তিনি বলেন, বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে। আমি অভিযোগের বিভিন্ন লিঙ্কও দিয়েছি। খবর বিডিনিউজের।

কার দ্বারা বুলিংয়ের শিকার হচেছন, সে সম্পরর্কে ধারণা থাকলেও নাম প্রকাশ করতে রাজি হননি অপু। কে বুলিং করছেন, তা আমি বুঝতে পারছি। কিন্তু এখন নাম বলতে পারব না। গোয়েন্দা পুলিশ তা তদন্ত করে বের করুক। এছাড়া তার প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘লালশাড়ি’ যাতে পাইরেসি না হয়, তা নিয়েও অভিযোগ করেছেন অপু। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশীদ তার ফেসবুক পেইজে অপু বিশ্বাসের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, সাইবার বুলিংয়ের কারণে ডিবি কার্যালয়ে অভিযোগপত্র জমা দিলেন চিত্র নায়িকা অপু বিশ্বাস। হারুন বলেন, অপু বিশ্বাসকে থানায় ডিজি করতে বলা হয়েছে। অপু বিশ্বাস জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক ঘণ্টাকাল ছিলেন তিনি। পুলিশ কর্মকর্তা হারুনের প্রশংসা করে চিত্রনায়িকা বলেন, উনার আতিথেয়তা সত্যিই মুগ্ধ হওয়ার মতো। পরেক্ষণে তিনি হেসে বলেন, আমাকেও দুপুরে লাঞ্চ করতে হয়েছে উনার কার্যালয়ে। সমপ্রতি বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ পেটানোর পর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে দুপুরের খাবার খাওয়ানোর ঘটনাটি আলোচনায় আসে। তখন হারুন বলেছিলেন, তিনি তার কার্যালয়ে অতিথিদের আপ্যায়ন করিয়ে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধমান্নার মৃত্যু মামলা দ্রুত নিষ্পত্তি চান তার স্ত্রী
পরবর্তী নিবন্ধএবার সৈকতে রাজীবের ছবি তুলছেন মেহজাবীন