ডিপোয় রাসায়নিক রাখার কথা বলেনি কর্তৃপক্ষ : পরিবেশ অধিদপ্তর

| মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপো কর্তৃপক্ষ রাসায়নিক রাখার কথা বলেনি বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ওই ডিপোতে আগুন লেগে বিস্ফোরণের পর বিস্ফোরক অধিদপ্তর থেকে রাসায়নিক রাখার অনুমতি না থাকার বিষয়টি সামনে আসে। এরপর পরিবেশ অধিদপ্তর জানাল, তাদের ছাড়পত্রও নেয়নি বেসরকারি এই কন্টেনার ডিপো কর্তৃপক্ষ। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত ডিপোটি পরিদর্শন করেন এবং সেখান থেকে রাসায়নিকসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। খবর বিডিনিউজের।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা পরিচালক মুফিদুল আলম বলেন, ‘প্রতিষ্ঠানটি আমাদের কাছ থেকে শুধু কন্টেনার রাখার বিষয়ে ছাড়পত্র নিয়েছিল। তারা বলেছিল সেখানে কন্টেইনার ভর্তি ও খালি করবে। ফুড, পোল্ট্রি ফিড ও গার্মেন্টস আইটেম মিলিয়ে বেশ কিছু পণ্যের অনুমতি ছিল। কোন কেমিক্যাল (রাসায়নিক) রাখার পারমিশন নেয়নি।’ অগ্নিকাণ্ডের পর যদিও ডিপো কর্তৃপক্ষ দাবি করেছিল, তাদের সব ধরনের অনুমোদনই রয়েছে।

মুফিদুল আলম বলেন, ‘দুর্ঘটনাকবলিত ডিপো থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছি। বিষাক্ততা (টঙিসিটি) যাচাইয়ের জন্য এসব নমুনা নেওয়া হয়েছে। তদন্ত করে বলা যাবে, সেখানে কী ছিল এবং কেন এত বিস্ফোরণ হয়েছে।’

রোববার বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেন বিডিনিউজকে বলেছিলেন, ডিপোটির রাসায়নিক বা দাহ্য পদার্থ রাখার অনুমতি নেই।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতু উদ্বোধনের উল্লাসকে অবদমিত করতে নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রথম সন্তানের মুখ না দেখেই চলে গেলেন ইব্রাহিম