ডিপো থেকে মালামাল চুরিতে সহায়তা, আরএনবির দুই সদস্য বরখাস্ত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ের পুরাতন সেল ডিপো থেকে মালামাল চুরির পৃথক দুটি ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চুরির ঘটনায় বরখাস্তকৃত দুই সদস্য হলেন সিপাহী মো. গোলাম মোক্তাদির ও পাহাড়তলী সার্কেলের হাবিলদার রকিবুল হাসান তালুকদার।

সেল ডিপো থেকে মালামাল চুরির ঘটনায় বরখাস্তকৃত আরএনবির সিপাহী মো. গোলাম মোক্তাদিরের কাছে অভিযোগের বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছে আরএনবি। রেলওয়ে নিরাপত্তা বাহিনী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০০৪ এর আওতায় তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ ও যথাযথ দণ্ড আরোপ করা হবে না তার কারণ দর্শানোর জন্যও বলা হয়েছে। গত ৩ মার্চ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহ অভিযুক্ত আরএনবি সদস্যকে নোটিশ পাঠান। এর আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি নগরের পাহাড়তলী বাংলাদেশ রেলওয়ের পুরাতন সেল ডিপো থেকে মালামাল চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজে মালামাল চুরিতে সিপাহী মো. গোলাম মোক্তাদিরের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। ১৮ ফেব্রুয়ারি চুরির ঘটনায় সেল ডিপোর ক্লোজ সার্কিট ক্যামেরার ভোর ৬টা থেকে ৭টার ফুটেজে দেখা গেছে, পুরাতন সেল ডিপোর সীমানা প্রাচীরের ওপর দিয়ে চোর চক্রের সদস্য ভেতরে প্রবেশ করছে। ৬টা ১১ মিনিটের দিকে দায়িত্বরত আরএনবি সদস্য সিপাহী গোলাম মোক্তাদির হাতের ইশারায় মাল দেখিয়ে দেন। এর কিছুক্ষণ পর একজন চোরের সাথে তাকে কথা বলতেও দেখা যায়। পরে তার দেখানো জায়গা থেকে ৫টি এঙেল বঙ নিয়ে যায় চোরচক্র। যার প্রতিটির ওজন ১০০ কেজি অর্থাৎ সেদিন মোট ৫০০ কেজি মাল চুরি হয় আরএনবি সদস্যের তত্ত্বাবধানে। যার আনুমানিক বাজারদর বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।

অপরদিকে একই দিনে রেলের মালামাল চুরিতে জড়িত থাকার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাহাড়তলী সার্কেলের আরেক হাবিলদারকেও প্রত্যাহার করা হয়েছে। আরএনবির ওই হাবিলদারের নাম রকিবুল হাসান তালুকদার। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (সদর) রোকনুজ্জামান খাঁন স্বাক্ষরিত আদেশে তাকে ক্লোজড করে আরএনবির ট্রেনিং একাডেমিতে সংযুক্তের নির্দেশ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় পুলিশের জালে ধরা পড়লো ১০ ডাকাত
পরবর্তী নিবন্ধওয়ানডে থেকে অবসরের ঘোষণা মুশফিকের