নগরের ডবলমুরিং থানার ডিটি রোডের ফুটপাতে অবৈধভাবে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় তিনজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে গতকাল সকালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ দোকান, ফার্নিচার ও মালামাল অপসারণ করা হয়েছে।