ডিজিটালাইজেশনের কারণে যোগাযোগ যেমন বেড়েছে ও দ্রুত হয়েছে। সে কারণে মানুষের ভ্রমণ করার প্রবণতা বেড়েছে। আবার ভ্রমণ না করেও ঘরে বসেও যে কোন দেশ বা জায়গা সম্পর্কে মানুষ সহজে জেনে যেতে পারে। আজ ভ্রমণ সাহিত্য লেখকের দায়িত্ব ও দায়বদ্ধতা বেড়েছে। আবার এসব সুবিধার কারণে ভ্রমণ পরিকল্পনাও সহজ হয়েছে। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপি অনলাইন বাংলা বইমেলার গতকাল মঙ্গলবার ২২ তম দিনে ‘ডিজিটাল যুগে গ্লোবাল ভিলেজে ভ্রমণ সাহিত্য’ শীর্ষক সেমিনারে বক্তারা উপর্যুক্ত বক্তব্য রাখেন। দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবরের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক সেলিম সোলায়মান, শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি রনিতা জামান, আতিক খান, স্বাগত বক্তব্য রাখেন এস এম মোখলেসুর রহমান। ধন্যবাদ বক্তব্য দেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ।
প্রাবন্ধিক অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চলনায় সেমিনারে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবন্ধিক রেজাউল করিম স্বপন, গল্পকার ইফতেখার মারুফ, ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, লেখক শিপ্রা দাশ, লিটন চৌধুরী, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, এম কামাল উদ্দিন, তসলিম খাঁ, রফিক আহমদ খান, সালাম সৌরভ, গোফরান উদ্দীন টিটু, কানিজ ফাতেমা, সৈয়দা সেলিমা আক্তার, শর্মিলা চৌধুরী, আবদুল্লাহ আল ফয়সাল, মুজিবুর রহমান, তারিফা হায়দার, কাবেরী আইচ, মুহাম্মদ মহসীন চৌধুরী প্রমুখ।
আজকের অনুষ্ঠান : অনলাইন বাংলা বইমেলার আজ ২৩ তম দিনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘সাহিত্যে পরিবেশ চেতনা’ শীর্ষক সেমিনার। প্রেস বিজ্ঞপ্তি।