ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। এবার আয়োজনের একটি বড় অংশ অনুষ্ঠিত হচ্ছে ভার্চূুয়াল প্রযুক্তির মাধ্যমে। এবারের আয়োজনে দেশ-বিদেশের ১০ লক্ষাধিক দর্শনার্থী ভার্চুুয়াল মাধ্যমে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। ইতোমধ্যে ১৫ হাজারের বেশি দর্শনার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছেন। তিন লক্ষাধিক ইন্টারনেট ব্যবহারকারী ডিজিটাল ওয়ার্ল্ডের ওয়েবসাইট www.digitalworld.org.bd পরিদর্শন করেছেন। প্রদর্শনীতে তিন শতাধিক ভার্চুয়াল প্যাভিলিয়ন ও স্টল দিচ্ছে অংশ নেওয়া প্রতিষ্ঠান ও সংস্থাগুলো।
গ্রিন স্ক্রিন এবং থ্রি-ডি স্টুডিওর মাধ্যমে এবারের বেশিরভাগ ইভেন্ট আয়োজিত হবে। এবারের আয়োজনে ই-গভর্ন্যান্স, সফটওয়্যার, মোবাইল, স্টার্টআপ, আউটসোর্সিংসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। খবর বাংলানিউজের।