বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর দুদিন আগে টুর্নামেন্ট নিয়ে কড়া সমালোচনা করেন সাকিব আল হাসান। তিনি বিপিএলের অবস্থাকে ‘যা-তা’ বলেছেন। প্রশ্ন তোলেন বিসিবির সদিচ্ছা নিয়েও। গতকাল সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হয় এবারের বিপিএলের টাইটেল স্পন্সর হয়েছে ইস্পাহানি।
ওই অনুষ্ঠানেই ডিআরএস ও বিপিএলের নানা অসঙ্গতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে। এ সময় ডিআরএস না থাকা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, দুই-তিন মাস আগেই আমাদের প্রোডাক্টশন টিম বিষয়টি জানায়।
এরপর আমরা আমাদের জায়গা থেকে ডিআরএস আনার সব চেষ্টা করেছি। আইসিসির সঙ্গেও এ নিয়ে যোগাযোগ করেছি। কিন্তু কোনো কারণে সেটা আনা সম্ভব হয়নি। কারণ একই সময়ে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট চলছে। কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও চলছে। এসব কারণেই আমরা ডিআরএস আনতে পারিনি।