আগামী দুই বছরের জন্য উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর সভাপতির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে দশম শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। বাংলাদেশের আয়োজনে চার দিনব্যাপী ডি-৮ সম্মেলন বৃহস্পতিবার শীর্ষ নেতাদের সম্মেলনের মধ্য দিয়ে শেষ হয়। বাংলাদেশের সঙ্গে বর্তমানে জোটের সদস্য মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডি-৮ সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, দশম ডি-৮ শীর্ষ সম্মেলন আয়োজন এবং আগামী দুই বছর ডি-৮ সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।