ডি মারিয়ার কারণে ১২ বছরের নিষেধাজ্ঞা কাটলো আর্জেন্টাইন সমর্থকদের

| শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

অবশেষে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটলো। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে আবারও ফিরছে সফরকারী দলের সমর্থকরা। সহিংসতার কারণে দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর এই ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছেন বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। একে তিনি আর্জেন্টাইন ফুটবলের জন্য ‘ঐতিহাসিক দিন’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘদিন পর সফরকারী সমর্থকদের মাঠে ফেরানোর প্রক্রিয়া শুরু হলো। এতে ক্লাবগুলোর প্রত্যাশাও পূরণ হবে। ফুটবলের প্রকৃত আনন্দ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। ২০১৩ সালে লানুস ও এস্তুদিয়ান্তেসের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একজনের মৃত্যু এবং বোকা জুনিয়র্সের দুই সমর্থক গুলিবিদ্ধ হয়ে নিহত হলে, আর্জেন্টিনায় সফরকারী সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ করে এএফএ। এরপর থেকে শুধু স্বাগতিক দলের দর্শকরাই স্টেডিয়ামে খেলা উপভোগ করতে পারতেন। তবে এবার সেই নিষেধাজ্ঞা শিথিল করার পেছনে বিশেষ অনুপ্রেরণা হয়ে উঠেছেন ডি মারিয়া। ইউরোপীয় ক্লাব ক্যারিয়ারের ইতি টেনে রোজারিও সেন্ট্রালে ফেরার পর তাকে ঘিরে তৈরি হওয়া দর্শকদের উন্মাদনা নতুন করে ভাবতে বাধ্য করেছে এএফএকে।

তাপিয়া জানান, ডি মারিয়াকে ঘিরে দর্শকদের আগ্রহ ও আবেগ আমাদের বুঝিয়ে দিয়েছে, এখন সময় এসেছে পরিবর্তনের। তবে পুরোপুরি নিষেধাজ্ঞা এখনও তুলে নেওয়া হয়নি। পরীক্ষামূলকভাবে দুটি ম্যাচে সফরকারী দলের সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। শনিবার (১৯ জুলাই) লানুসের মাঠে রোজারিও সেন্ট্রালের বিপক্ষে ম্যাচে সফরকারী দলের ৬,৫০০ সমর্থক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। একই দিনে ইনস্টিটুটো দে কোর্ডোবার মাঠে রিভার প্লেটের ম্যাচেও সফরকারী দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই দুটি ম্যাচে দর্শকদের আচরণ পর্যবেক্ষণ করবে এএফএ। সব কিছু ইতিবাচক থাকলে পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

পূর্ববর্তী নিবন্ধফাইনালের আগে ব্যাটিংটা ভাল হলোনা রংপুরের
পরবর্তী নিবন্ধশুটিং কোচ রত্নার পদত্যাগ