বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আগ্রাবাদ জাম্বুরি পার্কে লায়ন্স ক্লাবগুলোসহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প, ডায়াবেটিস ও হার্ট সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। এতে উপস্থিত ছিলেন লেডি গভর্নর লায়ন শিরিন আক্তার, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, ডায়াবেটিস কমিটির চেয়ারম্যান লায়ন হেলাল উদ্দিন আহম্মেদ, সদস্য সচিব ডা. নারায়ণ চন্দ্র নাথ, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য খন্দকার বেলায়েত হোসেন, জিএলটি ডিস্ট্রিক্ট জাহানারা বেগম, গভর্নর এডভাইজার আলমগীর হোসেন পিলু, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন আবুল হাসেম, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন ফাতেমা রহমান, কনসার্ন আরসি কাজী মাহবুবুল আলম, কনসার্ন জেডসি লায়ন মোহাম্মাদ সাইফুল ইসলাম, লায়ন ডা. প্রণব রণ্জন বিশ্বাস, পুস্টিবিদ হাসিনা আক্তার লিপি, ক্লাব সভাপতি লায়ন আবদুর রহমান খোকন, আইপিপি লায়ন মো. ফখরুল আলম, লায়ন আনিসুল হক খান, লায়ন টিপু সুলতান, লায়ন বায়জিদ নোমান, লায়ন কাঞ্চন চন্দ্র সোমসহ বিভিন্ন ক্লাবের লায়নবৃন্দ। ফ্রি সেবা ক্যাম্পে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য খন্দকার বেলায়েত হোসেন বলেন, ফাউন্ডেশনের উদ্যোগে সাগরিকায় নির্মিত হবে আন্তর্জাতিকমানের বিশেষায়িত হাসপাতাল। হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগামী ১৩ ডিসেম্বর।–প্রেস বিজ্ঞপ্তি












