সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সেবাদানের জন্য ‘দূরবীন ফাউন্ডেশন’ নামের একটি সংস্থা গঠন করে মোহাম্মদ আফজাল সুলতান সাফি ডায়ানা অ্যাওয়ার্ড লাভ করেছে। দূরবীন ফাউন্ডেশন ‘শেয়ারে হোক সুন্দর সম্পর্ক’ প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করে। ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে একটি ত্রিপুরা স্কুলও পরিচালনা করছে দূরবীন। আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে ত্রিপুরা নারীদের সেলাই মেশিন প্রদান, মেডিকেল ক্যাম্প স্থাপন করে হেলথ চেকআপসহ স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়। ২০২৫ সালের মধ্যে সব ত্রিপুরার শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর লক্ষ্য সংগঠনটি কাজ করছে। এসব উদ্যোগের পাশাপাশি আফজাল সুলতান সাফি বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করে নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, মাসিককালীন সচেতনতা ও সুস্থতা নিয়েও কাজ করে। আফজাল এমন সব বিষয় ত্রিপুরা জনগোষ্ঠীর সামনে নিয়ে আসে যা তারা আগে কখনো শুনেনি। বিষয়গুলো বিবেচনা করে আফজালকে লন্ডনভিত্তিক ডায়না এওয়ার্ড প্রদান করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।