ডাবুয়া খালের ক্ষতিগ্রস্ত পাড় সংস্কারের উদ্যোগ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

রাউজানের পূর্বাংশের পাহাড়ি এলাকা থেকে যেসব খালে বর্ষার পানি নামে সেসব খালের মধ্যে একটি ডাবুয়া খাল। পার্বত্য রাঙামাটি জেলা কাউখালী উপজেলার বিস্তীর্ণ পাহাড় টিলা ভূমিতে বৃষ্টি হলে তীব্র স্রোতে পানি নেমে আসে ডাবুয়া খাল হয়ে। প্রতি বছর বর্ষার পানির স্রোতে ভেঙে যায় খালের পাড়। পাহাড়ি ঢলের পানিতে সয়লাব হয় লোকালয়। সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি।

এ বছর মৌসুমের প্রথম বৃষ্টিতে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানির চাপে ডাবুয়া খালের পাড়ের কয়েকটি স্থানে ভেঙে যায়। বাঁধ ভাঙা পানিতে সয়লাব হয় রাউজান পৌর এলাকার চার, পাঁচ, ছয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া, মহল্লা।

স্থানীয় কাউন্সিলর সওকত হাসান বলেছেন, মৌসুমের শুরুর কয়েকদিনের বৃষ্টির পানিতে পৌর নাগরিকদের পোহাতে হয়েছে দুর্ভোগ। খালের পাড় ভেঙে সৃষ্টি হয়েছিল বন্যার। নাগরিকদের এমন দুর্ভোগের চিত্র দেখে এখন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ ডাবুয়া খালের ক্ষতিগ্রস্ত পাড় সংস্কারের উদ্যোগ নিয়েছেন। তিনি খালের বিভিন্ন স্থানের ভাঙা পাড় ঘুরে দেখেন।

মেয়র বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ খালের ক্ষতিগ্রস্ত পাড় দেখে গেছেন। তারা খালের পাড় মেরামতের জন্য প্রকল্প গ্রহণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে বুস্টার ডোজ প্রদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধবান্দরবানে ৬ হাজার গাছের চারা রোপণ