দুই দিনব্যাপী কর্ণফুলী উত্তর ডাঙ্গারচর তাহেরীয়া সুন্নিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্প্রতি উত্তর ডাঙ্গারচর মহছনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উত্তর ডাঙ্গারচর তাহেরীয়া সুন্নিয়া মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মো. ওসমান গনির সভাপতিত্বে ও ডাঙ্গারচর মহছনিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ এইচ.এম হাবিবুল্লাহ মিজবাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আতাউর রহমান নঈমী। আরও বক্তব্য রাখেন ডাঙ্গারচর মহছনিয়া মসজিদের খতিব ও উত্তর ডাঙ্গারচর তাহেরীয়া সুন্নিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম আল কাদরী, ডাঙ্গারচর দোভাষীর গোলা জামে মসজিদের খতিব মাহবুবুর রহমান আল কাদেরী, সল্টগোলা জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আল কাদরী, ডাঙ্গারচর ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার সাহাব উদ্দিন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম হৃদয়, এতিমখানার সাধারণ সম্পাদক মো. আব্বাস, হাফেজ মুহাম্মদ আমিরুল ইসলাম, হাফেজ মো. হেলাল উদ্দিন, হাফেজ সাজ্জাদ হোসাইন, শিক্ষিকা আফরোজা খানম, আরজু আক্তার, রাশেদা বেগম, শিক্ষক রাফাত চৌধুরী, মো. সোলায়মান, মো. ফারুক, মো. ইকবাল, সাহাব উদ্দিন, সালাউদ্দীন, ইরফাত হোসেন, সোহেল রানা, মো. রাসেল, মো. হৃদয়, মো. আকবর প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মাওলানা আতাউর রহমান নঈমী।