চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) অধীনে এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষায় পাশ করে ডাক্তার হলেন ৯১৯ শিক্ষার্থী। তারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশন করা প্রথম ব্যাচের শিক্ষার্থী। এর মাঝে ১ হাজার ১৪৫ অংশগ্রহণকারীর মধ্যে এমবিবিএস পাশ করেছেন ৮৩৭ জন। পাশের হার ৭৩.০৩ শতাংশ। আর ১০৭ জন অংশগ্রহণকারীর মধ্যে বিডিএস উত্তীর্ণ হয়েছেন ৮২ জন। পাশের হার ৭৬.৬৩ শতাংশ।
গতকাল শনিবার দুপুরে ফৌজদারহাটের বিআইটিআইডিস্থ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে প্রথম ব্যাচের চূড়ান্ত পেশাগত পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খানের হাতে ফলাফল হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন।
দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করায় ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান। পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে সময় আরো কিভাবে কমিয়ে আনা যায়, গুরুত্বসহকারে সে বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, প্রথম ব্যাচ হিসেবে যে ৯১৯ জন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সনদ অর্জন করেছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদের সকলকে অভিনন্দন জানাই।
২০১৭–১৮ শিক্ষাবর্ষে যাদের দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়, সেই প্রথম ব্যাচের শিক্ষার্থীদের চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফল প্রকাশ করা হল। যারা পাশ করেছে তারা এখন ডাক্তার লেখার যোগ্যতা অর্জন করল। প্রথম ব্যাচের ফল প্রকাশ করার এই দিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক একটি দিন বলেও মন্তব্য করেন উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান।
আর পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার।
এর আগে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। সভাপতিত্ব করেন চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার। চমেক উপাধ্যক্ষ প্রফেসর ডা. হাফিজুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. আমির হোসেন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. আবু নাসের রিজভী, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চমেবি নার্সিং অনুষদের ডিন ও চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামীম প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ–রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরীন, উপ–পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, উপ–কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানাসহ বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথমবারের মতো ২০১৭–১৮ শিক্ষাবর্ষে ১৬টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও একটি ডেন্টাল ইউনিটে শিক্ষার্থী ভর্তি করানো হয়। গত বছরের নভেম্বরে প্রথম ব্যাচটির এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল এ পরীক্ষার ফল প্রকাশ হল।












