ডাক্তার দেখাতে ইংল্যান্ড যাবেন তামিম

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

ফিটনেস এবং কোমরের যে চোট রয়েছে সেটা সারিয়ে তুলে ফিট হয়ে দলে ফেরার লক্ষ্যে লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তামিম। তামিম প্রসঙ্গে গতকাল বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তামিম দুবাই যাচ্ছে, ১৬ তারিখে। ওখান থেকে ২৫২৬ তারিখ ইংল্যান্ডে যাবে। লন্ডনে দুইটা মেডিকেল সেন্টারে তার সাথে এপয়েনমেন্ট হয়েছে। সেখানে চিকিৎসক দেখাবে। ওখান থেকে কি হয় না হয় সে আপডেট দিবে বলে জানিয়েছে। এর মাঝে আমরা ২৫২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড দিব। সে ইংল্যান্ড থেকে আপডেট জানাবে, মেডিকেল রিপোর্ট দেখে বলতে পারবে।’

পূর্ববর্তী নিবন্ধদ. আফ্রিকার কাছে হেরে পিছিয়ে পড়লো বাংলাদেশের যুবারা
পরবর্তী নিবন্ধসাকিবের ১৪ হাজার রান, সঙ্গে আরেকটি বিশ্বরেকর্ড