ডাকাতের বেশে সুদীপ মুখার্জী (৩২,৭৭২) | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ সুবিমল সদা থাকে ডাকাতের বেশে ঝাউবনে ঢুকে পরে ভিন গাঁয়ে এসে। মিশমিশে কালো রাতে সে থাকে তেল মেখে গ্রামবাসী তাই দেখে থরথরে কেঁপে ওঠে। ভোরবেলা সুবিমল ফিরে যাই ঘরে নাক ডেকে ঘুম দেয় সারাদিন ধরে।