ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এ নির্বাচনের জন্য মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হলেও গতকাল বুধবার মনোনয়নপত্র জমার শেষ সময় পর্যন্ত ১৪৯টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। এদিন নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্যানেলে সহ–সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম খান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম। আর সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থী ঘোষণা করেছে ছাত্রদল। আর গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বির সম্মানে খালি রাখা হয়েছে। ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী তন্বী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করতে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি কোনো প্যানেল থেকে নির্বাচন না করলেও ছাত্রদল তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর বিডিনিউজের।
প্যানেল ঘোষণার আগে রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের বলেন, ছাত্রদল কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এ প্যানেল নির্বাচন করেছি। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস ও নাহিদুজ্জামান শিপন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেল কাদের–বাকেরের নেতৃত্বে : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এ প্যানেল থেকে সহ–সভাপতি (ভিপি) পদে লড়বেন ঢাকা গণতান্ত্রিক ছাত্রসংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। এছাড়া সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুনকে সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন।
গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ প্যানেল ঘোষণা করেন জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। এ প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থী ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। ছাত্রদলের মত তারাও গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বির সমর্থনে খালি রেখেছে।
২৮ পদের বিপরীতে ৫০৯ মনোনয়নপত্র জমা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এ নির্বাচনের জন্য মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হলেও গতকাল বুধবার মনোনয়নপত্র জমার শেষ সময় পর্যন্ত ১৪৯টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের সামনে মনোনয়ন ফরম জমার তথ্য তুলে ধরেন। তবে কোন পদে কতজন মনোনয়ন জমা দিয়েছেন, সে তথ্য এখনো জানা যায়নি।
অধ্যাপক জসীম উদ্দিন বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) কোন পদে কতজন প্রতিদ্বন্দ্বী তা জানা যাবে। আমরা প্রথমে মনোনয়নগুলো বাছাই করব। তারপর প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করব।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোট হবে ৯ সেপ্টেম্বর।