ডাক বিভাগের গাড়িতে বিমানবন্দরে ইয়াবা, যাচ্ছিল সৌদি

| বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১২:০৭ অপরাহ্ণ

সৌদি আরবের রিয়াদে পাঠানোর জন্য ডাক বিভাগের গাড়িতে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা একটি কাপড়ের কার্টনে ইয়াবা পেয়েছে পুলিশ। গতকাল বুধবার বিমানবন্দরের হ্যাঙ্গার থেকে ইয়াবার চালানটি আটক করা হয় বলে অ্যাভিয়েশন সিকিউরিটির অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম জানান। তিনি বলেন, সকাল ৭টার দিকে পোস্ট অফিসের গাড়িতে করে দেশের বাইরে পাঠানোর উদ্দেশ্য কিছু মালামাল আসে। এসব মালামাল হ্যাঙ্গার গেটে স্ক্যান করার সময় একটি কার্টনে ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধমহানগর মৎস্যজীবী লীগের আলোচনা সভা