ডাউন সিন্ড্রোমে আক্রান্ত বাচ্চাদের চোখ ও দাঁত পরীক্ষা

রোটারি ক্লাব ও ব্লুম চিটাগংয়ের যৌথ উদ্যোগ

| শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অফ চিটাগং রিভার শাইন ও ব্লুম চিটাগং এর যৌথ উদ্দ্যেগে ডাউন সিন্ড্রোমে আক্রান্ত বাচ্চাদের চোখ ও দাঁত পরীক্ষা করা হয় চট্টগ্রামের জামালখান সেন্টারে। এতে রিভার শাইন ক্লাবের সভাপতি চক্ষু বিশেষজ্ঞ ডা. এম. এ করিম বাচ্চাদের চক্ষু ও ডা. রুমানা বাচ্চাদের দাঁত পরীক্ষা করেন।

ডা. করিম বিশেষ বাচ্চাদের চক্ষুর যত্নের উপর অভিভাবকদের বিভিন্ন পরামর্শ দেন। রোটারি ক্লাব অফ চিটাগং রিভার শাইনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ক্লাব সেক্রেটারি তাসকিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাফকোর জেনারেল ম্যানেজার জিয়াউল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন কাজী মো. আশেকে এলাহী, তাসনীম আবেদীন, তাসকিয়া জহুর চৌধুরী, শিলা করিম, সাব্বির চৌধুরী, মাহমুদা আক্তারসহ অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধমেটা কমিউনিটি অ্যাক্সেলেরেটর প্রোগ্রামের অংশ হল অপরাজিতা