ডা. সাহিদা করিম গাইনি ওয়ার্ডের উদ্বোধন আজ

মা ও শিশু হাসপাতাল

| শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মা-ও-শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি এবং সদ্য সাবেক প্রেসিডেন্ট প্রফেসর এ এস এম ফজলুল করিমের সহধর্মিণী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. সাহিদা করিম স্মরণে চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতালের নতুন ভবনে ‘ডা. সাহিদা করিম অবস্‌ এন্ড গাইনী ওয়ার্ড’র উদ্বোধন আজ শনিবার সকাল ১১টায় হাসপাতালের নতুন ভবনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি এবং ইনার হুইল ইন্টারন্যাশনালের সাবেক বোর্ড পরিচালক ও লিটল জুয়েলস স্কুলের প্রতিষ্ঠাতা দিলরুবা আহমেদ। ওয়ার্ডে নির্মিত ম্যুরাল উন্মোচন করবেন প্রফেসর এ এস এম ফজলুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫শ লিটার চোলাই মদসহ ট্রাকচালক আটক
পরবর্তী নিবন্ধতরুণ প্রজন্মকে প্রীতিলতার আদর্শ ধারণ করতে হবে