ডা. শাহাদাতসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি

১৫ থানা বিএনপির বিবৃতি

| রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:২০ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ গ্রেপ্তার ১৭ জন নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছে ১৫ থানা বিএনপির নেতৃবৃন্দ।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, ডা. শাহাদাত হোসেন তৃণমূল থেকে ওঠে আসা একজন পরিছন্ন রাজনীতিবিদ ও পেশাজীবী চিকিৎসক। তিনি করোনাকালে অসহায় সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করে গেছেন। এমন একজন মানবিক মানুষকে মিথ্যা বানোয়াট মালায় পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। ডা. শাহাদাত হোসেন ও মনোয়ারা বেগম মনিসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পাঁচলাইশ থানার সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, সা. সম্পাদক মনির আহমেদ চৌধুরী, চাঁন্দগাও থানার সভাপতি মো. আজম, সা. সম্পাদক শরিফ উদ্দিন খান, বায়েজিদ থানার সভাপতি আবদুল্লাহ আল হারুন, সা. সম্পাদক আবদুল কাদের জসিম, হালিশহর থানার সভাপতি মোশারফ হোসেন ডেপটি, সা. সম্পাদক জাহাঙ্গীর আলম, পাহাড়তলী থানার সভাপতি হাজী বাবুল হক, সা. সম্পাদক জসিম উদ্দিন জিয়া, ডবলমুরিং থানার সভাপতি মো. সেকান্দর, সা. সম্পাদক হাজী বাদশা মিয়া, আকবর শাহ থানার সভাপতি আবদুস সাত্তার সেলিম, সা. সম্পাদক মাঈনুদ্দীন চৌধুরী মাঈনু, খুলশী থানার আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার, বাকলিয়া থানার সভাপতি ফরিদ আহমেদ, সা. সম্পাদক আফতাবুর রহমান শাহীন, বন্দর থানার সভাপতি হাজী হানিফ সওদাগর, সা. সম্পাদক জাহিদুল হাসান, পতেঙ্গা থানার সভাপতি ডা. নুরুল আবছার, সা. সম্পাদক মো. শাহাবুদ্দীন, ইপিজেড থানার সভাপতি সরফরাজ কাদের রাসেল, সা. সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, সদরঘাট থানার সভাপতি মো. সালাউদ্দীন, সা. সম্পাদক হাবিবুর রহমান, চকবাজার থানার সা. সম্পাদক নুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় উপাসনালয়ে বিএনপির দোয়া ও প্রার্থনা আজ
পরবর্তী নিবন্ধএতিমখানায় এপেক্স ক্লাবের পানি বিশুদ্ধকরণ যন্ত্র স্থাপন