ডা. মোস্তফা কামাল ছিলেন নিবেদিতপ্রাণ চিকিৎসক

নাগরিক শোক সভায় বক্তারা II তার নামে ফিরিঙ্গিবাজারে সড়কের নামকরণের ঘোষণা

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে একটি বিশেষায়িত হৃদরোগ ইনস্টিটিউট বা হাসপাতাল গড়ে তোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। করোনায় আক্রান্ত হয়ে গত ১৩ জুলাই মারা যাওয়া হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এস এম মোস্তফা কামাল নাগরিক শোক সভায় তারা এ দাবি জানান। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। চমেক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রিজোয়ান রেহানের সঞ্চালনায় নাগরিক শোক সভায় ডা. মোস্তফা কামালের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন সদস্য সচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ইউএসটিসির সাবেক ভিসি অধ্যাপকে প্রভাত চন্দ্র বড়ুয়া, চমেক হাসপাতাল হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশীষ দে, জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের কন্যা ডা. নীনা ইসলাম, ডা. এসকে বসাক, ডা. মনজুর মোরশেদ, ডা. সফিউল আলম, ডা. এম রউফ, ডা. আবদুচ সাত্তার, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।
সভায় ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে ডা. মোস্তফা কামালের নামে একটি সড়কের নামকরণ করার ঘোষণা দেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। চমেক হাসপাতালে এরই মধ্যে ডা. মোস্তফা কামালের নামে একটি হার্টফেইলিউর ব্লক স্থাপন করা হয়েছে বলে জানান বিভাগীয় প্রধান ডা. আশীষ দে। একইসঙ্গে কম খরচে যাতে হৃদরোগের চিকিৎসা পাওয়া যায় সে জন্য ডা. মোস্তফা কামালের নামে নগরীতে হার্টফেইলিউর ক্লিনিক স্থাপন করার ঘোষণা দেন চট্টগ্রামের কার্ডিওলজিস্টরা। ডা. মোস্তফা কামালের কর্মময় জীবন তুলে ধরে বক্তারা বলেন, পেশাগত দক্ষতা ও চিকিৎসার উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। তার মত সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ চিকিৎসক সমাজে বিরল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইডিইউ অ্যাডমিশন ফেয়ারে ভর্তিচ্ছুদের মিলনমেলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম- রাঙামাটি সড়ক থেকে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা