মমতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম লেডিস ক্লাবের সহ–সভাপতি ও সাবেক সাংসদ সাবিহা মূসার স্বামী ডা. মুসা খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গত ১২ নভেম্বর সকালে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। নগরের ওআর নিজাম রোডের বাসিন্দা ডা. মুসা খানের গ্রামের বাড়ি হাটহাজারীর নজুমিয়াহাট বথুয়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তান এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে, চট্টগ্রাম লেডিস ক্লাব, মমতাসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।












