নির্বাচিত হলে সমাজের সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে মা ও শিশু হাসপাতালের উন্নয়ন ও সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচনে প্রফেসর ডা. কামরুন নাহার নেছা–ডা. এম মাহফুজুর রহমান–ডা. এম এ মান্নান পরিষদের সদস্যরা।
গতকাল বুধবার নগরীর বারিক বিল্ডিং এলাকায় বাশার গ্রুপের অফিসে চেয়ারম্যান এম এ বাশার আবুর সাথে সাক্ষাৎ করে এসব কথা জানান পরিষদের সদস্যরা।
এসময় তাঁরা বলেন, ব্যবসায়ী, চিকিৎসকসহ সব স্তরের স্টেক হোল্ডারদের নিয়ে হাসাপাতালের উন্নয়নে কাজ করা হবে। হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নত করে জনগণের কাছে মা ও শিশু হাসপাতালকে জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তারা। সাক্ষাতকালে প্রফেসর ডা. কামরুন নাহার নেছা–ডা. এম মাহফুজুর রহমান–ডা. এম এ মান্নান পরিষদের পাশে থাকার আশ্বাস দেন এম এ বাশার আবু।
এসময় সভাপতি প্রার্থী প্রফেসর ডা. কামরুন নাহার নেছা (রুনা), সাধারণ সম্পাদক প্রার্থী ডা. এম মাহফুজুর রহমান, ট্রেজারার প্রার্থী ডা. এম এ মান্নান, সদস্য প্রার্থী গোলাম বাকী মাসুদ, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি প্রার্থী এম জাকির হোসেন তালুকদারসহ পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।