চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রয়াত অধ্যাপক ডা. এল এ কাদেরী স্মরণে এক সভা গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম। তিনি বলেন , চিকিৎসা ক্ষেত্র ছাড়াও বিভিন্ন গণতান্ত্রিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে পেশাজীবী হিসেবে অধ্যাপক ডা. এল এ কাদেরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কল্যাণমুখী কাজের জন্য অমর হয়ে থাকবেন। চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান বলেন ,একজন শিক্ষক যে শিক্ষার্থীদের ভালো বন্ধু হতে পারে তাঁর প্রকৃত উদাহরণ অধ্যাপক ডা. এল এ কাদেরী। শিক্ষকতার পাশাপাশি নিউরো চিকিৎসা ক্ষেত্রে তার অবদান জাতি মনে রাখবে। তাঁর মৃত্যুতে জাতি নিঃসন্দেহে একজন শিক্ষা অন্তপ্রাণ মানুষকে হারালো। চট্টগ্রাাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় এতে স্মৃতি চারণ করেন অধ্যক্ষ ডা. এস এম মুশতাক হোসেন, ডা. শেখ শফিউল আজম, অধ্যাপক ডা. শাকিল আহমেদ, ডা. বখতিয়ার উদ্দিন আহমেদ, ডা. রুমানা আহমেদ, ডা.মাহিদ বিন আমিন, প্রকৌশলী ফরহাদ রশীদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।