কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি হিন্দুপাড়া নিবাসী বিশিষ্ট পল্লী চিকিৎসক ডা. অরুন বরণ শীল (৭৮) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ মা–শিশু ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি ডায়াবেটিস ও লিভার সিরোসিস পরবর্তী ক্যান্সারে আক্রান্ত হয়ে মা–শিশু ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, পুত্রবধু, ২ ভাই, ২ বোন, অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল ১১টায় মহেশখালী উপজেলার মাতারবাড়িস্থ নিজ বাড়ির শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হবে।